• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০২৩, ০১:২৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুসকুনি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ। তবে দুর্ঘটনায় নারী পুরুষ নিহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পুসকুনি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তিদের পুলিশ উদ্ধার করেছে। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এমএস

Wordbridge School
Link copied!