ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনোর আয়োজনে উপজেলা হলরুমে ৪৫ জন গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুদানের চেক বিতরণ করেন নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামানসহ উপকারভোগীরা।
আইএ
আপনার মতামত লিখুন :