• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ফরিদপুরে ডেঙ্গুুতে আক্রান্ত হয়ে একদিনে ৩ জনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৮:৫৩ পিএম
ফরিদপুরে ডেঙ্গুুতে আক্রান্ত হয়ে একদিনে ৩ জনের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ফরিদপুরের সিভিল সার্জন অফিস।

বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৮২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই পর্যন্ত ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেঙ্গুতে এখনো পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এআর

Wordbridge School
Link copied!