• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় আদিবাসী নারী নিহত


দিনাজপুর প্রতিনিধি: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৮:৫৫ পিএম
হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় আদিবাসী নারী নিহত

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে মোটরসইকেলের ধাক্কায় জাওনী এক্কা (৫০) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছেন। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে হিলি-তাতীপাড়া পাকা সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুপক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

নিহত জাওনি এক্যা উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) মহল্লার মৃত শমা লাকড়ার স্ত্রী এবং আটক মোটরসাইকেল চালক রুপক একই এলাকার চুড়িপট্টি মহল্লার রনি হোসেনের ছেলে। 

হাকিমপুর  থানার ওসি আবু ছাঁয়েম মিয়া জানান, নিহত জাওনী টপ্প্য মাঠে কৃষি কাজ করে দুপুরে খাবার জন্য বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তা পার হওয়ার সময় হিলি থেকে অজ্ঞাত স্থানে যাওয়া মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামী ও মোটরসাইকেল আটক করা হয়েছে। 

আইএ

Wordbridge School
Link copied!