• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিমানের সিটের নিচে মিলল ৩৪ কেজি স্বর্ণ


সিলেট প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০২৩, ০১:১৪ পিএম
বিমানের সিটের নিচে মিলল ৩৪ কেজি স্বর্ণ

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, আজ শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এ সময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায়। পরে একটি আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো ২৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম।

এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। সব মিলিয়ে ৩৪ কেজি ৩৫১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

তিনি আরও জানান, ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে।

এমএস

Wordbridge School
Link copied!