• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাঁশের হাট বসায় ঝুঁকি নিয়ে চলাচল, দূর্ঘটনার আশঙ্কা


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০১:২২ পিএম
বাঁশের হাট বসায় ঝুঁকি নিয়ে চলাচল, দূর্ঘটনার আশঙ্কা

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে হাট বসায় যান চলাচল ব্যাহত হচ্ছে।  উপজেলার ভেড়ামারা বাজারের পাশে যত্রতত্র বাঁশ কেনা বেচা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের ওপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে বাঁশ টানাটানি করছে। প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এখানে হাট বসলেও বাঁশের হাট থাকে প্রতিদিন। সম্প্রতি হাইকোর্ট রাস্তাঘাট থেকে হাট-বাজার সরানোর নির্দেশনা দিলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এ হাট।

জানা যায়, দুই যুগ আগে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভেড়ামারা বাজারের পাশে ব্যক্তিগত জমি লিজ নিয়ে এই বাঁশের হাট বসানো হয়। এর কয়েক বছর পরে ওই জমিতে স্থাপনা নির্মাণ হলে বাঁশের হাটটি টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ওপর স্থানান্তর করা হয়। 

সর্বশেষ তিন বছর আগে উপজেলা প্রশাসন হাট সরানোর উদ্যোগ নিলেও বিকল্প জায়গা না পেয়ে কার্যকরী পদক্ষেপ নিতে পারেননি। উপজেলা প্রশাসন থেকে বার্ষিক ইজারা দেওয়া হয় এই হাট।

পাশের ভেড়ামারা উদয়ন একাডেমী ও ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের পাশ দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বাঁশের হাট বসায় তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকা দিয়ে চলাচল করছে।

এই সড়কের অটো চালক আলম হোসেন বলেন, সড়কের ওপর দিয়ে যে ভাবে বাঁশ টানাটানি করে এতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অটো বাইক চালাচ্ছি। সড়কের পাশে বাঁশের হাট বসায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন সোনালী নিউজকে বলেন, সড়কের ওপর হাট বসানোর সুযোগ নেই। উপজেলা প্রশাসন থেকে হাট সরানোর উদ্যোগ নেয়া হবে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!