• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২৪, ০৭:২২ পিএম
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আগ্রাবাদ অংশে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) এবং নয়ন (৩১)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক সাংবাদিকদের বলেন, আগ্রাবাদ ইসলাম ব্যাংক হাসপাতালের সামনে নালার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। দেখতে তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে। এক ব্যাংক কর্মকর্তা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে কীভাবে হয়েছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি।

আইএ

Wordbridge School
Link copied!