• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি মে ২৩, ২০২৪, ০৪:১৬ পিএম
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার লাকসামে ৫ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ সাহাব উদ্দিন। 

জানা যায়, লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় তিন বছরের শিশু মোহাম্মদ মাহি। সে রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

নিহত শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, সকাল পৌনে ৯টায় পরিবারের অন্যান্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সাথে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

দোকানের পাশের বাড়ির জাহাঙ্গীর আলম জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএস
 

Wordbridge School
Link copied!