• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্ত্রী জীবিত হয়ে আবার মৃত্যু!


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি  জুন ১৫, ২০২৪, ০৭:০৮ পিএম
একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্ত্রী জীবিত হয়ে আবার মৃত্যু!

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর গ্রামে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা পর স্ত্রীও মারা যান। এক পর্যায়ে স্ত্রী জীবিত হয়ে আবারও মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১৪ জুন) রাতে স্বামী হাসান আলী (৫৫) ও স্ত্রী মঞ্জু আরা বেগম (৪৫) বসতবাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েন। ওইদিন দিবাগত রাত ৪ টার দিকে স্ত্রীকে অসুস্থতার কথা জানায় স্বামী হাসান আলী।শনিবার (১৫ জুন) ভোরে স্ত্রীর কোলে মাথা রেখে মারা যান তিনি। 

এরপর স্ত্রী মঞ্জুয়ারাও গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এসময় এলাকাবাসী স্থানীয় বাউরা বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান তাকে। মঞ্জুয়ারাকে দেখে মৃত্যু ঘোষণা করেন পল্লী চিকিৎসক। বাড়িতে এনে স্থানীয়রা মৃত স্বামী-স্ত্রীর গোসল ও কবর খোঁড়ার কাজ করতে থাকেন। এমন সময় স্ত্রী মঞ্জুয়ারা নড়ে ওঠেন। এ সময় স্থানীয়রা আবারও মঞ্জুয়ারাকে বাউরা বাজারে প্রাথমিক চিকিৎসা দেয় ও হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়লে শত শত মানুষ মৃত স্বামী-স্ত্রীর বাড়িতে ভিড় জমান।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক মিরন বলেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এক পর্যায়ে নাকি স্ত্রী জীবিত হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটা শুনেছি সত্য-মিথ্যা আল্লাহ্ জানেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, হাসান আলী ও তার স্ত্রী ভালো মানুষ ছিলেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী মারা যায়- এ ঘটনা বিরল। এতে এলাকায় সবাই শোকাহত।

শনিবার বিকেল ৫ টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে পাশাপাশি স্বামী-স্ত্রীকে দাফন করা হয়।

আইএ

Wordbridge School
Link copied!