• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ


হিলি প্রতিনিধি জুন ১৪, ২০২৪, ১২:৫১ পিএম
হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ১৪ জুন (শুক্রবার)থেকে ২১ জুন (শুক্রবার) পর্যন্ত টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ২২ জুন (শনিবার) থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!