হিলি: প্রতি শুক্রবার সারাদিন দোকান বন্ধের দাবী জানিয়েছেন দিনাজপুরের বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির দোকানের কর্মচারীরা। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা এই সংক্রান্ত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পৌর প্রশাসক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বিভিন্ন দপ্তরে দাখিল করেছেন।
দোকান কর্মচারীরা জানান, আমরা দীর্ঘদিন ধরে বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির দোকান কর্মচারী হিসেবে নিয়োজিত আছি। আমরা কঠোর পরিশ্রম করে দোকান মালিকদের সহযোগিতা করে যাচ্ছি। দেশের প্রতিটি পৌর মার্কেটে সপ্তাহে একদিন দোকান বন্ধের নির্দেশনা থাকলেও আমাদের এখানে দোকান মালিকেরা সেই নির্দেশনার কোন তোয়াক্কা করছেন না। ফলে প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগ পর্যন্ত আমাদের দোকান খোলা রাখতে বাধ্য করা হচ্ছে।
এতে করে আমরা পরিবারকে সময় দিতে পারি না। এমনকি সামাজিক বা ধর্মীয় কোন অনুষ্ঠান সহ ব্যক্তিগত চিকিৎসা করানোর কাজেও যেতে পারি না, যা শ্রম আইনের পরিপন্থি। প্রতি শুক্রবার আমাদের আধাবেলা ছুটির পরিবর্তে সারাদিন ছুটি দিতে হবে। অবিলম্বে এই বৈষম্য দূর করে আমাদের দাবী মেনে নেওয়া হোক। না হলে বাজারের সকল দোকান কর্মচারীরা শুক্রবার সারাদিন দোকান বন্ধের দাবীতে আন্দোলন গড়ে তুলবে।
এসএস
আপনার মতামত লিখুন :