• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

বরিশালে আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার


বরিশাল প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৬:১৪ পিএম
বরিশালে আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বরিশাল: বরিশাল নগরীর পোস্টাল আবাসিক এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে গ্রেনেডটি পাওয়া যায়।

ওই এলাকার পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডটির সন্ধান পান তিনি। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা জরুরী সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, ৪ আগস্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়তো সেই সংঘর্ষের সময় অবিস্ফোরিত গ্রেনেডটি ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়। গ্রেনেড পাওয়ার খবরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, দ্রুত গ্রেনেডটি উদ্ধারে গ্রেনেড ডিসপোজাল টিম অভিযান চালাবে। 

তিনি আরও জানান, গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত নয়। সাউন্ড বা টিয়ার গ্রেনেডও এটি নয়। আমাদের ধারণা অন্য কোনো গ্রেনেড হবে এটি। কীভাবে এখানে গ্রেনেডটি আসলো সেটি যাচাই বাছাই করা হচ্ছে।
 

এসএস

Wordbridge School
Link copied!