• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সেতুতে থাকা লোহার আঘাতে কিশোর শ্রমিকের মৃত্যু


সিলেট প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৪, ০৬:০৮ পিএম
সেতুতে থাকা লোহার আঘাতে কিশোর শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে রায়হান আহমদ (১৮) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সিলেট নগরের কাজিরবাজার সেতুতে থাকা লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু ঘটে।

রায়হান আহমদ সিলেটের এয়ারপোর্ট থানার রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, রায়হান আহমদ ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতো। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকে সহকারী হিসেবে ছাদের উপরে ছিলো সে। ট্রাকটি কাজিরবাজার সেতু হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিলো। কাজিরবাজারে সেতুতে ট্রাকটি উঠতে গেলে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারের সাথে রায়হানের মুখমন্ডলে মারাত্মক আঘাত লাগে। এসময় তার মুখ থেতলে যায়। ট্রাকচালক ও অন্য হেল্পাররা এসময় তাকে একটি অ্যাম্বুলেন্সযোগ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সে ট্রাকে হেল্পারের কাজ করতো। কাজির বাজার সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা গেছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস

Wordbridge School
Link copied!