• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

রাবি কেন্দ্রে ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৭ শতাংশ 


রাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৮:২১ পিএম
রাবি কেন্দ্রে ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৭ শতাংশ 

রাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৪৬ শতাংশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাবি কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


 
পরীক্ষায় মোট মোট পরীক্ষার্থী ছিলেন ১৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১২৪ জন এবং ২ হাজার ২১০ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষাটিতে মোট উপস্থিতির হার ৮৬.৪৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

ভর্তি পরীক্ষার নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। অত্যন্ত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অনিয়মের খবর আমাদের কাছে আসেনি।’

উল্লেখ্য, ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!