• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

পূর্বধলায় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:৫৬ পিএম
পূর্বধলায় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলায় প্রথমবারের মত আয়োজিত গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যায়ল মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল ও শিক্ষাবিদ মো. শহিদুল্লাহ খান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিজিএ–ঢাকা, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ মো. মফিজ উদ্দিন খান।

এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, গণিত শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, বিশিষ্ট কলাম লেখক জাকির আহমেদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন তালুকদার, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, উপজেলায় প্রথমবারে মত আয়োজিত গণিত অলিম্পিয়াডে উপজেলার মাধ্যমিক স্তরের ৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রতি শ্রেণিতে ২৫ জন করে মোট ১২৫ জনকে নির্বাচিত করা হয়।

পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্বধলা গণিত অলিম্পিয়াড পুরস্কার বিতরণ-২০২৫ এর সমাপ্তি হয়।

এআর

Wordbridge School
Link copied!