• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে পুরনো খাবার সংরক্ষণ ও খাবারে রং ব্যবহার, ৩ রেস্তোরাঁকে অর্থদণ্ড


পিরোজপুর প্রতিনিধি মার্চ ৬, ২০২৫, ০৪:৫১ পিএম
পিরোজপুরে পুরনো খাবার সংরক্ষণ ও খাবারে রং ব্যবহার, ৩ রেস্তোরাঁকে অর্থদণ্ড

পিরোজপুর: পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং শহরের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি হোটেল রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তেল, চিনি, সেমাই ও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও মুদিদোকান এবং শহরের হোটেল রেস্তোরাঁ সমূহে তদারকি করা হয়। এ সময় শহরের নিরব হোটেল এন্ড রেস্টুরেন্টকে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে পুরনো খাবার সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন। 

পরে শহরের স্ট্রিট ফুড ভিলেজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে খাবারে অবৈধ অস্বাস্থ্যকর রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা এবং বাজার এলাকার পদ্মা মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনাকালে অবৈধ কাগজের ঠোঙা ব্যবহার করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় সকলকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. আলাউদ্দিন ভূইয়া জনি জানান, পিরোজপুরের বাজার এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

এআর

Wordbridge School
Link copied!