ফাইল ছবি
দিনাজপুর: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ রয়েছে । তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে রোববার (১৫ জুন) থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এসআই







































