• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৪ ঘন্টায় তিন ইতিহাস সৃষ্টি করলো যমুনা সেতু


টাঙ্গাইল প্রতিনিধি  জুন ৬, ২০২৫, ০৯:১৯ পিএম
২৪ ঘন্টায় তিন ইতিহাস সৃষ্টি করলো যমুনা সেতু

টাঙ্গাইল: এবারের ঈদ যাত্রায় যমুনা সেতু‌ দি‌য়ে টোল আদায় ও যানবাহন পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের তথ্য মতে গেল ২৪ ঘন্টায় প্রায় ৬৫  হাজার যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদা‌য় হ‌য়ে‌ছে প্রায় ৪ কো‌টি ১৯ লাখ টাকা প্রায়। এছাড়া মোটরসাইকেল পারাপা‌রেও রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়েছে।

জানা‌ গে‌ছে, যমুনা সেতু‌র পূ‌র্ব টোলপ্লাজায় ৯‌টি ও প‌শ্চি‌মে টোলপ্লাজায় ৯‌টি বু‌থে টোল আদায় করা হ‌চ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন‌্য আলাদা দুইটি লেন করা হ‌য়ে‌ছে। টাঙ্গাইল অং‌শে যানজট নিরসন কর‌তে সেতুর প‌শ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ করা হ‌য়ে‌ছে। 

গেল ২৪ ঘন্টায় বাস পারাপার হ‌য়ে‌ছে ১৫ হাজার, বড় ট্রাক সা‌ড়ে ২৩ হাজার, ছোট পরিবহন প্রায় ১০ হাজার ও মোটরসাইকেল সা‌ড়ে ১৫ হাজার পারাপার হ‌য়ে‌ছে। স্বাভা‌বিক সম‌য়ে এই সেতু দি‌য়ে ১৮ হাজার থে‌কে ২০ হাজার পরিবহন চলাচল ক‌রে থা‌কে।

এদি‌কে মহাসড়‌কে যানজট কব‌লে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছে উত্তরের প‌থের মানুষ। উত্ত‌রের প্রায় ২১টি জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ব‌্যবহার ক‌রে।

এর আগে স‌ব্বোর্চ ৫৩ হাজার যানবাহন পারাপার হ‌য়ে‌ছিল। যমুনা‌ সেতু সাইট অফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসানুল ক‌বির পা‌ভেল জানান, ঈদে মহাসড়‌কে বাড়‌তি পরিবহ‌নের চাপ তৈ‌রি হ‌য়েছে। এতে সব্বোর্চ সংখ‌্যক প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে যা সেতুর ইতিহা‌সে রেকর্ড ।

এআর

Wordbridge School
Link copied!