নোয়াখালী: সুবর্ণচরের ০৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও রাজ কাদেরের বাজার সমাজ কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ওরফে তাজু মেস্ত্রি (৫০) কোরবানির পশু কাটার সময় মারা গেছেন। শনিবার (৭ জুন ঈদের দিনে) সকাল সাড়ে দশটার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আযহার কোরবানির পশু জবাইয়ের পর মাংস কাটার সময় সকাল সাড়ে দশটার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সম্রাট বলেন, “বাবা প্রতিবারের মতো এবারও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কোরবানির কাজ করছিলেন। হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, কিছু বুঝে ওঠার আগেই তিনি পড়ে যান।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজ কাদেরের বাজার সমাজ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকার উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন।
সমাজ কমিটির সদস্য মো. তারেক হোসেন বলেন, তাজু ভাই ছিলেন আমাদের সমাজের একজন মূল স্তম্ভ। তার মৃত্যুতে আমরা একজন পরিশ্রমী, সৎ ও নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারালাম। নিহত তাজুল ইসলামের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সঞ্জীব মজুমদার জানান, মৃত অবস্থায় উনাকে হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বাড়িতে উনার মৃত্যু হয়েছে।
এআর







































