• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি


লক্ষ্মীপুর প্রতিনিধি জুন ৮, ২০২৫, ০৮:২১ পিএম
লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

লক্ষ্মীপুর: রামগঞ্জে জুলাই আন্দোলন শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়েছে। রোববার (৮ জুন) সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এ কোরবানির আয়োজন করে। পরে কোরবানির মাংস ওই উপজেলার এক হাজার পরিবারের মাঝে বণ্টন করে দেওয়া হয়। 

জানা গেছে, তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। 

সকাল থেকে শতাধিক মানুষের কর্মযজ্ঞে তা পৌঁছে দেওয়া হয় ১ হাজার পরিবারের মাঝে। গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবার উপস্থিত ছিল। গরুর মাংস ছাড়াও ঈদ উপহারসামগ্রীতে রয়েছে আটা, আলু, সয়াবিন তেল। 

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। 

এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর মাংসসহ ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। 

এআর

Wordbridge School
Link copied!