• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯


পিরোজপুর প্রতিনিধি জুন ৮, ২০২৫, ০৮:৩৫ পিএম
বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯

পিরোজপুর: ইন্দুরকানীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় ৯ জন আহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, ঈদের দিন শনিবার রাত  টার দিকে উপজেলার পশ্চিম চরনী পত্তাশী গ্রামের কাজীপাড়া এলাকায় বেল্লাল হাওলাদারের শিশুপুত্র সাইমুন হাওলাদার (৯) প্রতিবেশী ইয়াছিনের উঠানে খেলেতে গেলে ইয়াছিনের পরিবারের শিশুদের সাথে মারামারি হলে দুই পরিবারের মধ্যে নারীদের সাথে কথার কাটাকাটি হয়।

পরে উভয় পরিবারের পুরষরা বাড়িতে ফিরে আসলে ওই ঘটনা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এসময় প্রতিপক্ষ ইয়াছিন গ্রুপের লোকজন সাউন্ড বক্স বাজিয়ে হামলা করে বেল্লাল হাওলাদারের বড় ছেলে ইমরান হাওলাদার (২১) কে কুপিয়ে গুরুতর আহত করে এবং বেল্লাল হাওলাদার (৫৯), খাদিজা বেগম (৪৫), সুমি আক্তার (২৩) কে মারধর করে আহত করে। অপরপক্ষ ইয়াছিন হাওলাদার (৩৯), রাজু হাওলাদার (২৬), কবির হাওলাদার (৩৫), নাছিমা ও মুক্তা বেগম আহত হয়। 

এ ঘটনায় খাদিজা বেগম বাদী হয়ে ওইদিন গভীর রাতে প্রতিপক্ষের লোকজনকে অভিযুক্ত করে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

এ ব্যাপারে বেল্লাল হাওলাদার জানান, আমি বাড়িতে ছিলাম না। কয়েকদিন পূর্বে আমার ছোট ছেলে সাইমুন ইয়াছিনের উঠানে খেলতে গেলে তারা আমার ছেলেকে মারধর করে। পরে ঈদের দিন আমরা বাড়িতে আসলে ইয়াছিন ও তার লোকজন আমার বড় ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে এবং আমাদেরকে পিটিয়ে আহত করে। 

ইয়াছিন জানান, শিশু বাচ্চাদের সাথে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বেল্লাল গ্রুপের লোকজন আমাদেরকে মারধর করে আহত করে। 

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

এআর

Wordbridge School
Link copied!