ফরিদপুর: 'খেলাধুলায় যুক্ত থাকি, মাদক থেকে মুক্ত রাখি' স্লোগানে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় চারদলীয় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
'বেজিডাঙ্গা ইয়ুথ' নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করেন। এসময় খেলাটি উপভোগ করতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মাসুদ মাস্টার।
এসময় প্রধান অতিথি'র বক্তব্যে মনিরুজ্জামান মাসুদ মাস্টার বলেন, 'তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে যুবসমাজ ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। খেলাধুলার মাধ্যমে মাদককে না বলতে হবে। সমাজকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি সদস্য হারুন-অর রশীদ বিরুজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তরুণদের উদ্যোগে এমন আয়োজন আনন্দের বিষয়। খেলাধুলা তরুণদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে।
আয়োজক কমিটির মধ্য থেকে জোনায়েদ হোসেন আদনান ও রাতুল মাহমুদ জানান, 'বর্তমান সময়ে যুবকদের মাদকের ভয়াল নেশা থেকে সরিয়ে মাঠমুখী করাই আমাদের লক্ষ্য। খেলাধুলা করলে শারীরিক ও মানসিক উন্নতি ঘটে। তাই এই টুর্নামেন্টেের আয়োজন করা হয়েছে।'
এআর







































