পাবনা: চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (০৮ জুন) রাতে চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
চাটমোহর স্পোর্টস একাডেমীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী গজল শিল্পী ওবায়দুল্লাহ তারেক। অনুষ্ঠানে তিনি বেশকিছু ইসলামী সংগীত গেয়ে শোনান। তার সুরে বিমোহিত হন উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা, ডা আসিফ, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মথুরাপুর মনজুর রহমান এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী মফিজ উদ্দিন, চাটমোহর স্পোর্টস একাডেমীর আহবায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, শাহী মসজিদের পেশ ইামাম কাজী আব্দুস সালাম প্রমুখ। উপস্থাপনা করেন মুফতী মাহাদী হাসান খান।
পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ৫ পারা তেলাওয়াতে প্রথম পুরস্কার লাভ করেন নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. আব্দুল্লাহ, দ্বিতীয় পুরস্কার লাভ করেন ভাঙ্গুড়ার সারুটিয়া জামেউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার ছাত্র নাসিম হাসান ও তৃতীয় পুরস্কার লাভ করেন আটঘরিয়ার নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. জিম আহমেদ।
১০ পারা তেলাওয়াতে প্রথম পুরস্কার লাভ করেন চাটমোহরের এম কে আর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবির হাসান, দ্বিতীয় পুরস্কার লাভ করেন চাটমোহরের গুনাইগাছা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মহিত হাসান ও তৃতীয় পুরস্কার লাভ করেন দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাবিব নাজ্জাবী।
৩০ পারা তেলওয়াতে প্রথম পুরস্কার লাভ করেন বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কাওছার আহমেদ, দ্বিতীয় পুরস্কার লাভ করেন আটঘরিয়ার গঙ্গারামপুর মাদ্রাসার ছাত্র আবু আইয়ুব আনসারী ও তৃতীয় পুরস্কার লাভ করেন চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার ছাত্র হাসানুর রহমান।
এ বিষয়ে চাটমোহর স্পোর্টস একাডেমির আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, আমরা চেয়েছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কোরআনের পাখিদের তুলে ধরতে। আমার মনে হয় তারা অনেকটাই অবহেলিত। তারা এমন বড় পরিসরে প্রতিযোগিতার সুযোগ পায় না। আমরা চাই তারা চাটমোহর থেকে জাতীয় পর্যায়ে স্থান করে নিক এবং সেখান থেকে আন্তর্জাতিক পুরস্কার জিতে আনুক।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা বলেন, আমরা এবার চারটা উপজেলা নিয়ে আয়োজন করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে আগামীতে পুরো পাবনা জেলা ঘিরে আয়োজন করার। আমাদের প্রত্যাশা এখান থেকেই উঠে আসবে আগামী দিনের কোরআনের সেরা হাফেজ।
বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক বলেন, আমি প্রায় এক যুগ ধরে এরকম অনেক প্রতিযোগিতার বিচারক হয়েছি। আমার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অনেক নাম করা ক্বারীরা ছিলেন। কিন্তু আজকে আমি এখানে এসে আবেগ আপ্লুত যে প্রত্যন্ত একটি অঞ্চলে চাটমোহর উপজেলায় জাতীয়মানের এমন একটি প্রোগ্রামের আয়োজন দেখে। আমি এই আয়োজন এর সফলতা কামনা করি, আয়োজকদের ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া এই চার উপজেলায় প্রথমে বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৫ পারা, ১০ পারা ও ৩০ পারা তিন ক্যাটাগরিতে অংশ নেন প্রায় তিনশ’জন প্রতিযোগি। আর তিন গ্রুপ থেকে গ্রান্ড ফিনালে অংশ নেন ৩৫ জন প্রতিযোগি। তাদের নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
এআর







































