ঢাকা : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম।
আবুল কাশেম বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা ও হাওর তীরবর্তী মানুষের কথা চিন্তা করে সেখানে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
এর আগে হাওরে ঘুরতে আসা পর্যটকদের বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে জেলা প্রশাসন। জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী লেক ও বারিকাটিলায় পর্যটন স্পটে রাতযাপন করতে হাউসবোর্টে অবস্থান করতে হয়। অনেক সময় হাউজবোর্টের চালক পর্যটকদের নির্ধারিত স্থানে নিয়ে যান না। আর্থিক সুবিধার জন্য তারা এ ধরণের কাজ করে থাকেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে হাউসবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো পরামর্শ দেওয়া হয়।
পিএস







































