• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

১০ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু


হিলি (দিনাজপুর) প্রতিনিধি জুন ১৫, ২০২৫, ০১:০৫ পিএম
১০ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

ছবি প্রতিনিধি

দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে।

রোববার(১৫ জুন) দুপুরে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বানিজ্য।

হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল, তবে আজ থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এসআই

Wordbridge School
Link copied!