• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাছের সাথে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের


পাবনা প্রতিনিধি  জুন ১৭, ২০২৫, ০৭:৪৮ পিএম
গাছের সাথে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের

ঢাকা : পাবনার চাটমোহরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে জোনাইলের লেদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে ও স্থানীয় ডিকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নিজেদের মোটর সাইকেল চালিয়ে ভান্ডারদহ এলাকায় যাচ্ছিল আরাফাত হোসেন। পথে লেদ মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুল ছাত্র আরাফাত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কিশোরদের হাতে বাইক দেওয়ার ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

পিএস

Wordbridge School
Link copied!