ঢাকা : বরিশাল জেলার বানানীপাড়ায় এক দোকান কর্মচারিকে হুমকি দিয়ে মারধর করেছে এএসআই মো: শাহজাহান। গত ১৬ জুন সকালে থানা সংলগ্ন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী বশিরের দোকানে এ ঘটনা ঘটে।
ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
জানা যায়, ঘটনার দিন এএসআই শাহজাহান তার কয়েকজন সঙ্গী নিয়ে থানা সংলগ্ন বশিরের মোবাইল সার্ভিসিং এর দোকানে বসে গল্প করছিলেন। দোকানটি সংকীর্ণ হওয়ায় এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কোনো কাস্টমার দোকানে আসতে পারছিলেন না।
এ সময় দোকানের কর্মচারি কামরুল ইসলাম, এএসআই শাহজাহানসহ অন্যদেরকে জায়গা ছাড়তে বলেন। এরপর এএসআই শাহজাহান ক্ষিপ্ত হয়ে দোকান কর্মকারিকে চড়-থাপ্পড় মারেন এবং বলেন তুই আমাকে চিনিস।
এ সংক্রান্ত একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এএসআই শাহজাহান ওই দোকানের কর্মচারি কামরুল ইসলামের কাছে গিয়ে মাফ চেয়েছেন।
বানারীপাড়া থানার কর্মকর্তা মো. মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘক্ষণ যাবৎ বসে থাকার কারণে দোকানের কর্মচারি কামরুল, এএসআই শাজাহানকে জায়গা খালি করতে বলেন।
এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে দোকান কর্মচারিকে চড় মারতে গেলে সে সরে যায়। পরে আমার সেকেন্ড অফিসার গিয়ে দোকানদারের কাছে ওকে নিয়ে মাফ চাওয়ায়।
এ প্রসঙ্গে অতিরিক্ত এসপির দায়িত্বে থাকা একরামুল জানান, আজকের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় হতে আপনাকে একটি মেসেজ জানিয়ে দেওয়া হবে।
পিএস







































