• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফুঁসে উঠছে সমুদ্র, কুয়াকাটায় দিনভর ঝরছে বৃষ্টি


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জুন ১৭, ২০২৫, ০৯:২৩ পিএম
ফুঁসে উঠছে সমুদ্র, কুয়াকাটায় দিনভর ঝরছে বৃষ্টি

পটুয়াখালী: নিম্নচাপের প্রভাব কাটিয়ে ওঠার আগেই আবারো ফুঁসে উঠছে কুয়াকাটার সমুদ্র বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কিনারায়। 

মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগরে বজ্রমেঘ তৈরি হচ্ছে। ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ঝড়ো হাওয়া। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) হঠাৎ সাগর উত্তাল হাওয়ায় কারনে মহিপুর আরিপুর মৎস্য বন্দরে জেলেরা ফিরতে শুরু করছে। ট্রলার মাঝিরা বলছেন, আমাদের কপাল খারাপ নিষেধাজ্ঞ শেষে তেমন মাছের দেখা নাই৷ 

আবার ভারী বৃষ্টি হচ্ছে সাগর ফুঁসে উঠছে সাগরের ভিতরে বড় বড় ঢেউ হচ্ছে, ট্রলার নিয়ে থাকা অনেক কষ্ট হচ্ছে এজন্য কিনারে চলে আসা। 

কুয়াকাটায় রাত ও দিন ভর বৃষ্টি হচ্ছে এতে ভ্রমনে আসা পর্যটকরা হোটেল থেকে বের হচ্ছে না, এবং অতি ভারী বৃষ্টির খবরে অনেক অগ্রিম হোটেল বুকিং বাতিল হয়েছে। 

মঙ্গলবার (১৭ই জুন) পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৮.২ মিলিমিটার।

ট্রলার মালিক হারুন বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার জন্য জেলেদের ৫ লক্ষ টাকার বাজার করে আজ খালি হাতে আসতে হয়েছে। কারন সাগরের রুপ পরিবর্তন হয়েছে অতি ভারী বৃষ্টি হচ্ছে দুর্ঘটনা থেকে বাঁচতে জেলেদের দ্রুত কিনারা নিয়ে এসেছি। 

এদিকে কুয়াকাটার ক্ষুদ্র জেলেরা বলছে, বঙ্গোপসাগর পানির স্রোত ও ঢেউ বাড়ছে, উত্তাল সমুদ্রে তলিয়ে গেয়ে একটি নৌকা। মানুষ কোনো মতে জীবর রক্ষা পেয়েছে তবে হারিয়েছে মাছ ধরার সকল সরঞ্জাম। 

হোটেল ম্যানেজার জুয়েল ফরাজী বলেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার খবর প্রচারে কুয়াকাটার অগ্রিম হোটেল বুকিং বাতিল হচ্ছে এতে অনেক লোকশান হচ্ছে মালিকদের। 

আবহাওয়া অফিস বলছে, সাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। 

সতর্কবার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে কাজ করার নির্দেশ দিয়েছে।

এআর

Wordbridge School
Link copied!