• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় তথ্য প্রাপ্তি ও প্রচারে যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


পাথরঘাটা (প্রতিনিধি) বরগুনা জুন ১৭, ২০২৫, ০৯:২৫ পিএম
পাথরঘাটায় তথ্য প্রাপ্তি ও প্রচারে যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বরগুনা: পাথরঘাটায় সিসিডিবি অফিস কক্ষে 'আবহাওয়া, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত তথ্য প্রাপ্তি ও প্রচারে যুব স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন' সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠানটি আয়োজন করে সিসিডিবি- জলবায়ু পরিবর্তন প্রকল্প এবং অর্থায়নে ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানি।

ওরিয়েন্টেশনে পাথরঘাটা উপজেলার পদ্মা, চরলাঠিমার ও রুহিতা গ্রামের ১৫ জন যুব স্বেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তির সহায়তায় আবহাওয়ার পূর্বাভাস, কৃষি উৎপাদন, মাছ চাষ ও প্রাণিসম্পদের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে তথ্য সংগ্রহ ও সম্প্রচারে স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সহায়ক বলেন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উক্ত আয়োজনের মাধ্যমে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং তারা তথ্য প্রাপ্তি ও সম্প্রচারে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

এআর

Wordbridge School
Link copied!