• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খাবারে অজ্ঞানের ওষুধ, চার সদস্যের চক্র গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি  জুন ১৮, ২০২৫, ০৮:২৬ পিএম
খাবারে অজ্ঞানের ওষুধ, চার সদস্যের চক্র গ্রেপ্তার

বরিশাল: আগৈলঝাড়ায় রান্না করা খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে গৃহকর্ত্রীকে অচেতন করে চুরি করতে গিয়ে গণধোলাইয়ের পর পুলিশের হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ একটি চক্রের চার সদস্য। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়ার উত্তর বড়মগড়া গ্রামে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে চক্রটি বিজয় কবিরাজের বাড়িতে খাবারে ওষুধ মিশিয়ে দেন। খাবার খেয়ে গৃহকর্ত্রী শেফালী রানী (৪৫) অচেতন হয়ে পড়েন। এরপরই লুটপাটে নামে চক্রটি। 

তবে বাড়িতে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আহত শেফালী রানীকে দ্রুত আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন, সুজন হাওলাদার (হারতা, উজিরপুর), আব্দুল কাদের (লতিফপুর, চট্টগ্রাম), মোসলেম বখতিয়ার (উত্তর বড়মগড়া, আগৈলঝাড়া), জাহাঙ্গীর আলম (ঠিকানা অপ্রকাশিত)।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিজয় কবিরাজের ছেলে সাগর কবিরাজ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।

এআর

Wordbridge School
Link copied!