• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আওয়ামী লীগ ও আরও একটি দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: টিপু


পিরোজপুর প্রতিনিধি  জুন ১৯, ২০২৫, ০৮:৫৯ পিএম
আওয়ামী লীগ ও আরও একটি দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: টিপু

পিরোজপুর: জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। 

বিগত সরকার আমাদের দলকে ভাঙ্গার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। দির্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগকে বিদায় করেছি। 

তিনি আরও বলেন, আমাদের পাশাপাশি আরও একটি দল আছে যারা আন্দোলন করেছে তারাও এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগের ষড়যন্ত্রকারী এখনো দেশে আছে তাদের কাছে অনেক অর্থ আছে তারা অর্থের প্রলবন দেখিয়ে তারা আমাদের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে চায়। 

আরো একটি দল আছে তারা কখনোই চায় না জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যক্রম করুক। তারা আমাদের পিছনে লেগে আছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া দল গঠন করি এটা তারা কোনভাবেই চায় না। কারো পাতা ফাঁদে আমাদের দলের কোন নেতাকর্মী পা দিবেন না। 

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমরা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবো। ওয়ার্ড কমিটির ভোটে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি করা হবে। ইউনিয়ন কমিটির ভোটে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হবে। 

পর্যায়ক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হবে। তারেক রহমানের নির্দেশে পুরো সিস্টেমই থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এ দল পরিচালনা করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিএনপি'র কমিটি গঠনের লক্ষ্যে আবেদনকৃত ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 

ফর্ম যাচাই-বাছাই অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: শামীম মিয়া মৃধা'র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির। 

এআর

Wordbridge School
Link copied!