• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শ্রীপুরে সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, নিহত ২


গাজীপুর প্রতিনিধি জুন ২০, ২০২৫, ০২:৪৮ পিএম
শ্রীপুরে সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, নিহত ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় সড়কের পাশে ডাকাতি করার সময় এক ডাকাতসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- এক সিএনজিচালক (৩০) ও ডাকাত সদস্য আরিফ হোসেন (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত সড়কের পাশে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় তাদের কাছে দেশীয় ধারালো অস্ত্র ছিল। ডাকাতি করার সময় এক ডাকাত সদস্য সিএনজিচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই সময় আতঙ্কে বিভিন্ন গাড়ি এদিক ওদিক ছোটাছুটি করার সময় পিকআপভ্যানের চাপায় ডাকাত সদস্য আরিফ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় চার ডাকাত সদস্যকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের জানান, সাতখামাইর এলাকায় সড়কে গাড়ি থামিয়ে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ডাকাতি করছিল। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের কোপে এক সিএনজিচালক এবং গাড়ি চাপায় এক ডাকাত সদস্য মারা যান। ঘটনার পর চার ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আইএ

Wordbridge School
Link copied!