• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সেনবাগে জয়নুল আবেদিন ফারুককে গণসংবর্ধনা 


নোয়াখালী প্রতিনিধি জুন ২০, ২০২৫, ১০:০৬ পিএম
সেনবাগে জয়নুল আবেদিন ফারুককে গণসংবর্ধনা 

নোয়াখালী: আমেরিকা থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুককে গণসংবর্ধনা দিয়েছে সেনবাগ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধণা জনসমুদ্রে রুপ নেয়। এ সময় জয়নুল আবদিন ফারুক উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সেনবাগ পৌর শহরে মিছিল করে। মিছিলটি সেনবাগ বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমুর সঞ্চালনায় সংবর্ধণা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবেদিন ফারুক।

ফারুক তার বক্তব্যে লন্ডনে ড.মুহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে অভিনন্দন জানান এবং নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এ সময় জয়নুল আবেদিন ফারুক নতুন ভোটারদের বিএনপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় তিনি কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, লন্ডনে তাকের-ড.ইউনুসে মধ্যে ফলপ্রসু আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় কিছু নেতারা ঘোসসা হয়েছেন। তারা মিটিংএ অংশ নেওয়া থেকে বিরত থাকে।

তিনি দলীয় নেতাদের উদ্দেশ্য করে করে বলেন, সেনবাগ উপজেলা বিএনপির কমিটি দেওয়া হবে এই জন্য দলের মধ্যে বিভক্ত সৃষ্টি করে কোনো কোনো গ্রুপ জেলা নেতাদের ম্যানেজ করার চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে। 

তিনি জেলা নেতাদের উদ্দেশ্য বলেন, বিগত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, মামলা হামলার শিকার হয়েছে, যারা
পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে তাদের বাদ দিয়ে কোনো কমিটি দেওয়া হলে মেনে নেওয়া হবেনা। 

এছাড়াও তিনি আরো বলেন, গ্রুপিংয়ের নামে কোনো ভাগা-ভাগির কমিটি মেনে নেওয়া হবেনা। প্রয়োজনীয় এক পক্ষকে কমিটি দিয়ে দেওয়ার জন্য বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেকসিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন ঊল্লাহ বিএসসি, জেলা বিএনপির সদস্য মিয়া মোহাম্মদ ইলিয়াস, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য নুরনবী বাচ্চু, আবদুল রহমান চেয়ারম্যান, রহিম উল্লাহ চৌধুরী সুজন, বাহার উল্লাহ বাহার, শেখ মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম জহির, জাফর খান, একরামুল হক সোহাগ, সেলিম চৌধুরী সাহেব উদ্দিন রাশেল, সুলিতান সালা উদ্দিন লিটন, মোকারম হোসেন, মহিন উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, কামরুল হাসান তুহিন, সামছুল হক সামু, দুলাল নুরনবী, সানা উল্লাহ রাজু, এমরান হোসেন স্বপন, মুজিবুর রহমান প্রমুখ।

এআর

Wordbridge School
Link copied!