• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য’


ঝিনাইদহ প্রতিনিধি:  জুন ২১, ২০২৫, ০১:২৭ পিএম
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য’

ঢাকা : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন,  “মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে বিভাজন নয় বরং একতাবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। এই চেতনা ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য।”

শনিবার (২১ জুন) সকালে ঝিনাইদাহ জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেন, “গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। 

এ সময় তিনি বলেন, খুব শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে। 

জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুর সবুর এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ।

পিএস

Wordbridge School
Link copied!