• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ময়মনসিংহে সড়কে ত্রিমূখী সংঘর্ষে নিহত ৩


ময়মনসিংহ প্রতিনিধি জুন ২২, ২০২৫, ০১:৪২ পিএম
ময়মনসিংহে সড়কে ত্রিমূখী সংঘর্ষে নিহত ৩

ঢাকা : ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০-২৫ জন।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে পিকআপ ও একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০-২৫ জন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!