• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আধুনিক কৃষি উৎপাদনে স্থানীয় শস্য পঞ্জিকা তৈরি পাথরঘাটায়


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জুন ২৪, ২০২৫, ০৮:২৪ পিএম
আধুনিক কৃষি উৎপাদনে স্থানীয় শস্য পঞ্জিকা তৈরি পাথরঘাটায়

বরগুনা: উপকূলীয় কৃষি উন্নয়নের লক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা তিনটি গ্রামের কৃষকদের অংশগ্রহণ স্থানীয় শস্য পঞ্জিকা তৈরি করা হয়েছে। 

আধুনিক কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে সিসিআরসি, পাথরঘাটা। সহযোগিতায় ছিল সিসিডিবির পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্প, যা অর্থায়ন করছে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানি।

গত ২৪ জুন (মঙ্গলবার) উপজেলা কৃষি অফিসের হলরুমে ৩০ জন স্থানীয় কৃষকের অংশগ্রহণে শস্য পঞ্জিকা তৈরি কার্যক্রম অনুষ্ঠিত হয়। পঞ্জিকা তৈরিতে কৃষকদের কৃষি জমির মাটি, স্থানীয় জলবায়ু, পানির প্রাপ্যতা এবং কৃষি মৌসুম বিবেচনায় নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শ্যামল কান্তি, সিসিডিবি পাথরঘাটা উপজেলার সমন্বয়কারী জনাব সুব্রত মিস্ত্রী, রুহিতা সিসিআরসির সভাপতি বাদল খান, চরলাঠিমারা সিসিআরসির ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় কৃষকগণ।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, একটি সময়োপযোগী ও স্থানভিত্তিক শস্য পঞ্জিকা কৃষকদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে। এর মাধ্যমে সঠিক সময়ে সঠিক ফসল উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে।

সিসিডিবি পাথরঘাটা উপজেলার সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী বলেন, স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী শস্য পঞ্জিকা তৈরি করলে কৃষি ব্যবস্থাপনায় গতি আসে। এতে সঠিক পরিকল্পনা অনুযায়ী চাষাবাদ করলে ফলন ও আয় দুটোই বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, শস্য পঞ্জিকা কৃষকদের সঠিক সময়ে সঠিক ফসল চাষে সহায়তা করে। এটি স্থানীয় মাটি, আবহাওয়া ও অন্যান্য পরিবেশগত উপাদানের ভিত্তিতে প্রস্তুত হওয়ায় কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

এআর

Wordbridge School
Link copied!