• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত


নীলফামারী প্রতিনিধি:  জুন ২৫, ২০২৫, ১১:৪৯ এএম
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা : নীলফামারী-সৈয়দপুর রেলপথের পলাশবাড়ী তেতুলতলা রেলঘুন্টি নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যৃ হয়েছে। বুধবার ( ২৫ জুন) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহরা হলেন- নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কালটু রায়ের ছেলে সন্তোষ (৪৫) এবং একই গ্রামের সনাতন রায় শেলটুর ছেলে ভবেশ রায় (২৮)। তারা দুজনে মোটরসাইকেল যোগে নীলফামারী উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। 

স্থানীয়রা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে এলে মোটরসাইকেল আরোহীরা অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল চালক ও আরোহীর শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের সামনে পড়লে ট্রেনটি এক কিলোমিটার দূরে এসে নীলফামারী রেল স্টেশনের কাছে নীলফামারী মৎস্য উৎপাদন খামারের সামনে এসে থেমে যায়। পরে ট্রেনের দায়িত্বরতরা ইঞ্জিনের সামনে থেকে মোটর সাইকেলটি সরিয়ে পুনরায় যাত্রা শুরু করে।

নীলফামারী সদর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের জন্য সৈয়দপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!