ঢাকা : মাত্র ২’শ টাকার বিনিময় পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাজিদ খানকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে পিরোজপুর আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করেন।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে পশ্চিম গাবগাছিয়া এলাকার একটি বাড়ীর রান্না ঘরে একই গ্রামের সোহাগ খানের পুত্র অভিযুক্ত সাজিদ ঐ কিশোরিকে গত ১৭ জুন সকাল ৭ টার দিকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত সাজিদ ওই কিশোরীর হাতে ২ শত টাকা দিয়ে কাউকে জানাতে নিষেধ করে।
পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মিমাংসার চেষ্টা করে। মিমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তা করে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিকে একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়।







































