• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছ বিতরণ


লক্ষ্মীপুর প্রতিনিধি জুন ৩০, ২০২৫, ০৮:০৫ পিএম
শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছ বিতরণ

লক্ষ্মীপুর: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) সকালে শহরের আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা গুলো তুলেদেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা মো. সাহাদাত হোসেন প্রমুখ। 

পৌরসভার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পৌর এলাকার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে মোট ১৫০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানেই গাছের চারা বিতরণ করা হবে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে, চাহিদা থাকলে তাদেরকে আরও দেওয়া হবে। 

পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে। তাই গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণ করা। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, লক্ষ্মীপুরকে গ্রিন সিটি, ক্লিন সিটি করার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। তাই প্রতিটা শিশুকে একটি গাছ রোপণ করার জন্য এবং বড়দের কমপক্ষে তিনটি গাছ লাগানোর অনুরোধ করেন জেলা প্রশাসক। 

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরকে একটি সবুজ লক্ষ্মীপুরে রূপান্তর করতে হবে। আজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হলো।

এআর

Wordbridge School
Link copied!