• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

৮০৬ কোটি টাকার বাজেট পেল রাজশাহী সিটি কর্পোরেশন


রাজশাহী প্রতিনিধি জুলাই ১, ২০২৫, ০৩:৩৭ পিএম
৮০৬ কোটি টাকার বাজেট পেল রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয়খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। 

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা। যা ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকা। গত সোমবার সন্ধ্যায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে বাজেট সভায় সর্বসস্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়। 

ওই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। 

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

এআর

Wordbridge School
Link copied!