• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাঁচতে চায় ঈশ্বরদীর শিশু বায়েজিদ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জুলাই ১, ২০২৫, ০৬:২৬ পিএম
বাঁচতে চায় ঈশ্বরদীর শিশু বায়েজিদ

পাবনা: ‘ফুসফুস নষ্ট হয়ে যাওয়া পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের শিশু বায়েজিদ হোসেন বাঁচতে চায়’। 

একটি জীবনকে বাঁচাতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পৃথিবীর সুন্দর আলো-বাতাসে বাঁচতে চায় সে। বাবা-মায়ের হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চায়, কিন্তু আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শিশু বায়োজিদ। তার নির্মল চাওনি শুধু একটিই আকুতি 'আমি বাঁচতে চাই।'

ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসকদের নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানায়, ‘ফুসফুস’ নষ্ট হয়ে গেছে বায়েজিদের। দ্রুত চিকিৎসা না করা হলে, ক্যান্সার হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বায়োজিদের বয়স ৭ বছর। জটিল এই চিকিৎসায় খরচ পড়বে অন্তত চার থেকে পাঁচ লাখ টাকা। কিন্তু বায়েজিদের পিতা মানিক হোসেন সামান্য কাঠ মিস্ত্রির লেবার ছিলেন, তিনিও মেশিনে হাত কেটে পঙ্গু জীবন-যাপন করছে। দরিদ্র বাবা-মায়ের পক্ষে এমন ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়। বিত্তবানরা পাশে না দাঁড়ালে হয়তো একটি ফুটফুটে শিশুর জীবন প্রদীপ নিভে যাবে।

বায়েজিদের পরিবার সমাজের সচ্ছল লোকজনের সহায়তা কামনা করেছেন। আর্থিক সাহায্যের জন্য এই নাম্বারে কথা বলে নিশ্চিত হয়ে (০১৩২৬-১৩৮১২৯) বিকাশ করা যাবে। বাড়ির ঠিকানা: গ্রাম: রহিমপুর, উপজেলা, ঈশ্বরদী, জেলা, পাবনা।

এআর

Wordbridge School
Link copied!