• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাতক্ষীরায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ


সাতক্ষীরা প্রতিনিধি  জুলাই ১, ২০২৫, ০৭:৩৭ পিএম
সাতক্ষীরায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ

সাতক্ষীরা: বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কাঁদপুর ও গোয়ালপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ৭৫ হাজার  টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল গোবরপোতা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল কাঁদপুর আমবাগান নামক স্থান হতে ১ লক্ষ ২ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্রীম জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৬২ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!