• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষক সংকটসহ ৫ দফা দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা


বরিশাল প্রতিনিধি  জুলাই ১, ২০২৫, ০৭:৪১ পিএম
শিক্ষক সংকটসহ ৫ দফা দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা

বরিশাল: ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে কোনো সদর্থক আশ্বাস না পাওয়ায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। 

অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায় অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অধ্যক্ষ মঙ্গলবার বরিশালে ফিরলে ফের আলোচনার কথা রয়েছে।

তবে আন্দোলন চলাকালীন কলেজের ভর্তি ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি,বহুতল বিশিষ্ট ছাত্রী ও ছাত্রাবাস নির্মাণ,আধুনিক লাইব্রেরি এবং অডিটোরিয়াম নির্মাণ, কলেজগেট আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি, পর্যাপ্ত পরিবহন ও শিক্ষক সংকট নিরসন।

শিক্ষার্থীরা বলছেন, এসব সমস্যা দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। 

ফলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দানা বাঁধে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এ কলেজের শিক্ষার্থীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এআর

Wordbridge School
Link copied!