ঢাকা : বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। বাসে অতিরিক্ত যাত্রী থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৭০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় বাসে করে বৌভাতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান-সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিএস







































