ছবি : প্রতিনিধি
রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি নেতৃবৃন্দ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সভাপতি আসলাম সরকার, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বিএনপি নেতা নাজমুল হক ডিকেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিংঅফিসার জেবুন্নেছা শাম্মি, জিয়াউল হক খান ও রোকসানা নাসরিন।
মনোনয়নপত্র সংগ্রহ করার পর বিএনপি নেতৃবৃন্দ বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করব।
পিএস







































