• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জুলাই ১২, ২০২৫, ০৭:৪৩ পিএম
পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নেত্রকোনা: পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। 

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে পূর্বধলা থানার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের দিকের থাই গ্লাসের লক ভেঙে একটি বাঁশের কঞ্চির মাথায় কাপড় জড়িয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জানালার পাশেই থাকা একটি কাঠের রেকে লেগে যায় এবং তাৎক্ষণিকভাবে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইট গার্ড মো. জহিরুল ইসলাম (২৫) ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে।”

এআর

Wordbridge School
Link copied!