• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাঁঠালিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


ঝালকাঠি প্রতিনিধি  জুলাই ১৫, ২০২৫, ০৭:৪১ পিএম
কাঁঠালিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
 
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ জন জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষর্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুলেল শুভেচ্ছা, পরে প্রত্যেককে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা, আশিকুর রহমান নাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল আজিম।

উপজেলার মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ১৭ জন, মাদ্রাসা থেকে দুজন ও ভোকেশনাল থেকে দুজনসহ ২১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সংবর্ধনায় অংশ নেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এআর

Wordbridge School
Link copied!