• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গা সীমান্তে ৬ মাসে ১৯ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি   জুলাই ২২, ২০২৫, ০৪:৫৭ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে ৬ মাসে ১৯ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

চুয়াডাঙ্গা: চলতি বছরের প্রথম ছয় মাস ২০ দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৩০৭ টাকার চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে। 

সোমবার (২১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মেজর মাসুদ হায়দার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সীমান্তজুড়ে ৬ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণ, রুপা, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ করা হয়। 

এই সময়ে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৪৭৮ বোতল দেশি-বিদেশি মদ, ৩ হাজার ৭৬৪ বোতল ফেন্সিডিল, ১৩৭ কেজি গাঁজা, ১১৬ পিস ইয়াবা, ১ কেজি কোকেন, ১ দশমিক ৮৫৫৫ কেজি হেরোইন, ১৮ হাজার ৭৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৭৮টি ভায়াগ্রা, ২৭৯টি ইনজেকশন। 

এ ছাড়া কসমেটিকস, পোশাক, পেঁয়াজ ও পাটের বীজ, কীটনাশকসহ ৩ কোটি ৯৩ লাখ ২২ হাজার ৯৯৪ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

মাদকের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপাও জব্দ করেছে বিজিবি। এর মধ্যে স্বর্ণ উদ্ধার হয়েছে ১৪ জানুয়ারির অভিযানে ২ কেজি ৯০০ গ্রাম, ২৭ ফেব্রুয়ারি ২ কেজি ৩৩৪ দশমিক ৫৫ গ্রাম, ৪ মার্চ ২ কেজি ৪১৭ দশমিক ১৯ গ্রাম, ২৭ মার্চ ৩ কেজি ৬ দশমিক ৯৫ গ্রাম এবং ১৪ মে ৭০৫ দশমিক ৫ গ্রাম। উদ্ধার হওয়া মোট স্বর্ণের পরিমাণ ১১ কেজি ৩৬৩ দশমিক ৭৪ গ্রাম, যার মূল্য ১২ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৯২৬ টাকা।

এছাড়াও রুপা জব্দ হয় গত ২১ ফেব্রুয়ারি ১৪ কেজি ৯৮৩ গ্রাম, ১৮ এপ্রিল ১২ কেজি ১৫০ গ্রাম এবং ৯ জুলাই ৯ কেজি রুপাসহ মোট ৩৬ কেজি ১৩৩ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৬০ হাজার ৩৮৭ টাকা।

এ সময়ের মধ্যে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি অভিযান চালিয়ে কারেন্ট জাল, চায়না দোয়ারী জাল, ভারতীয় পেঁয়াজের বীজ এবং অবৈধ করাতকল থেকে কাঠসহ ১ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। চোরাচালানের পাশাপাশি সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও নজরদারি করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন এবং ভারতে অনুপ্রবেশের সময় ১০ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। ২০২৫ সালের ঈদুল আযহা উপলক্ষে গরু চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কড়া নজরদারি করেন। কোনো গরু চোরাচালানের ঘটনা ঘটেনি বলে জানায় বাহিনীটি। ঈদের পর কোরবানির চামড়া পাচার ঠেকাতেও টহল দল ছিল তৎপর। এ সময়েও কোনো চামড়া পাচারের ঘটনা ঘটেনি।

এছাড়া বিএসএফ কর্তৃক পুশইন করা ৬৭ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে বিজিবি সদস্যরা আটক করে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করে। এর মধ্যে গত ২৫ মে ১৯ জন, ২৭ মে ৩০ জন, ২০ জুন ১২ জন এবং ১৪ জুন ৬ জনকে ফেরত পাঠানো হয়। এই সময়ে একটি ওয়ান শুটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এআর

Wordbridge School
Link copied!