• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একত্রিত থেকে নির্বাচনের প্রস্তুতি নিন, নেতা-কর্মীদের খালেদার ভাগ্নে তুহিন


নীলফামারী প্রতিনিধি   আগস্ট ৬, ২০২৫, ০৮:২১ পিএম
একত্রিত থেকে নির্বাচনের প্রস্তুতি নিন, নেতা-কর্মীদের খালেদার ভাগ্নে তুহিন

নীলফামারী: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। ১৮ বছরের যন্ত্রণা দূর হয়েছে। এখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তুহিন বলেন, তাদের এই অবদান বিএনপি কখোনো ভুলবে না। আমরা তাদেরকে স্যালুট জানাই। আগামী জাতীয় নির্বাচনে সবাইকে একত্রিত থেকে  নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৬আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালী পূর্ব ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, আহবায়ক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম ও মুক্তার হোসেন।

সমাবেশ পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গাছবাড়ি গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

এআর

Wordbridge School
Link copied!