• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত


বাকৃবি প্রতিনিধি আগস্ট ৯, ২০২৫, ০৭:৪৭ পিএম
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ বিভিন্ন হল, অনুষদের কর্মকর্তা, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বই এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান দেশের খাদ্য নিরাপত্তায় অসামান্য। তোমরা (নবীন শিক্ষার্থী) আজকের তথ্যপ্রযুক্তির যুগে বিশাল তথ্যভাণ্ডারের অধিকারী। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ২০২৪ সালের জুলাই পূর্ববর্তী আবাসিক হলের সমস্যাগুলো দূর করতে প্রশাসন সচেষ্ট রয়েছে। বাকৃবির কৃষিবিদরা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তোমাদের (নবীন শিক্ষার্থী) কঠোর অধ্যবসায় ও নিয়ম মেনে নিজেকে দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে।

এআর

Wordbridge School
Link copied!